ফারহানা আক্তার,, জয়পুরহাট প্রতিনিধিঃ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হেরে যাওয়ার ক্ষোভে কার্যালয়ের নিজ রুমে লাগানো এসি খুলে নিয়ে গেছেন ইউপি চেয়ারম্যান। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হাইকুল ইসলামের (লেবু মোল্লা) বিরুুদ্ধের এমন অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে এসি খুলে নেওয়ার ঘটনা ঘটে।

বুধবার (২ নভেম্বর) ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাইকুল ইসলাম (লেবু মোল্লা) প্রার্থী হয়েছিলেন। কিন্তু তিনি বিজয়ী হতে পারেননি। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বজলুর রহমান খান চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাইকুল ইসলাম (লেবু মোল্লা) চেয়ারম্যান থাকা অবস্থায় ২০১৯ সালে তার নিজ রুমকে শীতাতপ করার জন্য এসি লাগান। এবার নির্বাচনে পরাজিত হওয়ার কারণে তিনি বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে তিনজন মানুষ এনে এসি খুলে নেন। এরপর ভ্যানে উঠায়ে নিয়ে যান।

ইউনিয়ন পরিষদের এসি খুলে নেওয়ার খবর শুনে পরিষদ এলাকায় বিকেলে মানুষের ভিড় জমে। এসময় স্থানীয় কয়েকজন বলেন, ইউনিয়ন পরিষদে লাগানো মানে এটি সরকারি টাকায় কেনা। তাহলে এই এসি কেন খুলে নিয়ে যাবে। এভাবে নিয়ে যাওয়া মানে চুরি করা। দিনদুপুরে কেন পরিষদের এসি চুরি করে নিয়ে গেল। আমরা এর বিচার চাই।

এ বিষয়ে নির্বাচনে চেয়ারম্যান পদে হেরে যাওয়া হাইকুল ইসলাম (লেবু মোল্লা) বলেন, ওই এসি আমার ব্যক্তিগত টাকায় কেনা। যার জন্য আমি খুলে নিয়ে এসেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন