নূরনবী সরকার, স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুটবল ফাইটার্স একাডেমির খেলোয়াড় নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাডেমীর সভাপতি মিজানুর রহমান উল্লাস (উপকর কমিশনার, ঢাকা) রেজিষ্ট্রেশন ফরম বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের পর ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘ফুলবাড়ী ফুটবল ফাইটার্স একাডেমী’র প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক বাবলুর রহমান সাগর ও সহকারী প্রশিক্ষক সজল পোদ্দার কার্যক্রম পরিচালনা করে ৫০ জন নতুন খেলোয়ারকে নিবন্ধিত করেন।
জানা গেছে, উপজেলার ফুটবল উন্নয়নে একাডেমী হতে সমগ্র উপজেলায় মাসব্যাপী ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকা অবস্থায় রেজিস্ট্রশন কার্যক্রম শুরু হওয়ায় খেলোয়ারদের মাঝে প্রাণের সঞ্চার দেখা দিয়েছে।