বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির ঘটনায় গ্রেপ্তার হওয়া বাট্টাজোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডিলার আবদুল মুন্নাফকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়ের স্বাক্ষরে তাকে বহিস্কার করা হয়।
উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মানিক সাহা বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০ এপ্রিল রাতে বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে একটি পরিত্যক্ত ঘর থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ৭১০ কেজি চাল জব্দ করে র্যাব-১৪ এর সদস্যরা।
এ ঘটনায় র্যাব বকশীগঞ্জ থানায় চালের ডিলার আবদুল মুন্নাফ ও চাল ব্যবসায়ী আবুল কালাম আজাদকে আসামি করে মামলা দায়ের করেন।
মঙ্গলবার দুপুরে আবদুল মুন্নাফকে পুলিশ গ্রেপ্তার করলে রাতেই তাকে দল থেকে বহিস্কার করা হয়।