এশিয়ান বাংলা নিউজঃ
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া পন্ডিত বাড়ির স্বগীয় রাজ কুমার সরকারের দ্বিতীয় পুত্র স্বগীয় প্রান কুমার সরকার (বাচ্চু) মহাশয়ের সহধর্মিনী অমিয় বালা সরকার(৭৫) গত ১৯শে মার্চ রবিবার পরলোক গমন করেছেন(‘‘ওঁ দিব্যান লোকান স গচ্ছতু)। পরলোক গমন তালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। তিনি দীর্ঘদিন থেকে প্যারালাইসিস রোগে ভুগছিলেন। তিনি ইহধামে ২ পুত্র,৩ কন্যা,আত্মীয় স্বজন ও হাজার হাজার গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার দুপুরে সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী তাকে দাহ করা হয়। এসময় তাকে শেষ বিদায় জানাতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার হিন্দু মুসলিম ভীড় জমায় এবং নয়ন জলে শেষ বিদায় জানায়। তার বড় পুত্র শ্রী অনুপ কুমার সরকার ভারতের নাগরিক । তিনি কুচবিহার জেলার কামাখ্যাগুড়ি নামক এলাকায় বসবাস করে আসছেন। ছোট ছেলে আশিষ কুমার গোপাল সরকার(৪৬) তাদের আদি বাড়িতে বসবাস করে আসছেন। বড় মেয়ে শ্রী মতি নমিতা রাণী রংপুর তাজহাট স্বামীর বাড়িতে,মেঝো মেয়ে শ্রীমতি ছবিতা রাণী স্বামীর কর্মস্থল টাঙ্গাইলে এবং ছোট মেয়ে শ্রীমতি কবিতা রাণী রংপুরের সাতমাথা তার স্বামীর সাথে বসবাস করে আসছে। তার পরলোক গমনে এলাকায় শোকের ছায়া নেমে পরেছে। এশিয়ান বাংলা নিউজ পরিবারের পক্ষ থেকে তার পরলোকগমনে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।