আব্দুল সাত্তার চট্টগ্রাম
বৃটিশ বিরোধী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার জন্মদিন ও কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ১৩ মে নগরীর কদম মোবারক এতিমখানা মার্কেটস্থ নাগরিক হলে চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা সংগঠনের সহ-সভাপতি প্রণবরাজ বড়–য়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নাগরিক অধিকাররের যুগ্ম সম্পাদক সাংবাদিক রোজী চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাসদ উত্তর জেলার সভাপতি ভানুরঞ্জন চক্রবর্ত্তী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মহানগর যুবলীগ নেতা সুমন দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন চসিক সাবেক মেয়র পদপ্রার্থী এম এ সালাম। বক্তব্য রাখেন ডা. সুকুমার সেন, সাংবাদিক হারুন রশিদ, কবি সজল দাশ, দীলিপ সেনগুপ্ত, এস.এম দিদারুল আলম, রতন ঘোষ, রিমন মুহুরী, মোঃ তিতাস, মাহবুবুর রহমান, ওসমান গণি, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলন প্রমুখ। সভায় বক্তারা বলেন, বীরকন্যা প্রীতিলতা দেশকে ভালোবেসে জীবন আত্মাহুতি দিয়ে প্রমাণ করেছেন দেশপ্রেমিক হতে হলে সাহসী হতে হয়। বক্তারা আরো বলেন, মৌলিক ধারা ও প্রগতিবাদী রাজনীতিকে ব্যাপক সমৃদ্ধি করার জন্য সমাজের সর্বস্তরে বীরকন্যা প্রীতিলতার প্রতিটি পদক্ষেপ ছিল অনন্য। সমাজ ও দেশ বিনির্মানে তাঁর অসম সাহসীকতা এদেশের প্রজন্মদের এখনো আন্দোলিত ও উৎচ্ছাসিত করে। বক্তারা কবি সুকান্ত ভট্টাচার্যের শিশু সাহিত্যের অসাধারণ প্রতিভার ভূয়েসী প্রশংসা করে বলেন প্রাচীন সময়ে মানুষ যখন দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত ঐসময়ে কবি সুকান্তের কবিতাচর্চা তরুণ ও যুবকদের সৎ চরিত্রের প্রত্যয়ে ধাবিত করতো। এছাড়া কবি সুকান্তের ‘ছাড়পত্র’ কবিতা অসাধারণ। এ কবিতার প্রতিটি পংক্তিমালা দুই বাংলার কবি সাহিত্যিকদের সাহিত্যের প্রতি অনুরাগী করে তুলেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন