ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএনপির ইউনিয়ন সভাপতিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৪ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে জয়মনিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম মাষ্টার (৫২) কে বাড়ি থেকে আটক করা হয়। অপর দিকে বিএনপির সেক্রেটারী শাহীন শিকদার দাবী করেছেন পাইকেরছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল মিয়াকে পুলিশ মঙ্গলবার দুপুরে কলেজ মোড় থেকে আটক করেছে। ওসি ইমতিয়াজ কবির নিয়মিত মামলায় একজনকে (আব্দুস সালাম মাষ্টার) আটক করা হয়েছে বলে জানিয়েছেন।