ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জয়মনিরহাট ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল সোমবার জয়মনিরহাট মহিউদ্দিন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্র ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ ,ডেপুটি কমান্ডার মোঃ আলমগীর হোসেন মন্ডল ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক হাবিবুর রহমান। এস,এম আতাউল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সেকেন্দার আলী চৌধুরী ও আতাউর রহমান রাজন। জয়মনিরহাট ইউনিয়নে বসবাসরত প্রায় ৫ শতাধিক দরিদ্র ও হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। বক্তারা সমাজের বিত্তশালীদের শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।