ষ্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে সর্ব প্রথম বিড়ালের সফলভাবে ক্যাশট্রেশন(খোজা করণ) করে দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ এ,টি,এম, হাবিবুর রহমান।
জানাগেছে, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ এ,টি,এম হাবিবুর রহমান যোগদানের পর থেকে পশু হাসপাতালটি যেন প্রান ফিরে পায়। সঠিক ভাবে দায়িত্ব পালন সহ তিনি বিভিন্ন প্রানীর জন্য যে সকল সেবা দেয়া দরকার তা সঠিকভাবে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন। গত মঙ্গলবার সর্ব প্রথম একটি পারসিয়ান জাতের বিড়ালের সফলভাবে ক্যাশট্রেশন করে কুড়িগ্রাম জেলায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি জানান,ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল সেবা প্রদানে তিনি বদ্ধপরিকর। সর্ব প্রথম বিড়ালের ক্যাশট্রেশন করতে পেয়ে তিনি নিজেকে গর্বিত মনে করছেন। কারন হিসাবে তিনি জানান,চাকুরী জীবনে তিনি কোন দিন কোন বিড়ালের ক্যাশট্রেশন করেননি।ভুরুঙ্গামারীতে বিড়ালের ক্যাশট্রেশন এটাই প্রথম। এসময় তার সঙ্গে ছিলেন পশু সম্পদ অফিসের ভি,এফ,এ এমদাদুল হক,রফিকুল ইসলাম এবং অফিস সহায়ক আমজাদ হোসেন।