ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে হেরোইন সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ভুরুঙ্গামারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫.৩০ ঘটিকায় ভারত সীমান্ত থেকে মাদক দ্রব্য নিয়ে ভুরুঙ্গামারী আসার পথে সদর ইউনিয়নের পুর্বভোটহাট রাস্তা হতে চিহ্নিত ২ মাদক ব্যবসায়ীদ্বয়কে ৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে।এ সময় মাদক পরিবহনের একটি ৮০ সিসি ডায়াং মোটর সাইকেল ও নগদ ৭৩০ টাকা জব্দ করা হয়।গ্রেপ্তাকৃত মাদক ব্যবসায়ীরা হল ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজী গ্রামের মৃত জসীম উদ্দিনের পুত্র শাহজাহান আলী (৫০)ও বাগভান্ডার গ্রামের মৃত আব্দুল শেখের পুত্র মাইদুল ইসলাম (৪০)।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পুর্বক মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।