ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বাল্যবিবাহ প্রতিরোধে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের ২৬জন ইমামকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বুধবার সকালে বলদিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ। প্রশিক্ষণে ইউনিয়নটির বিভিন্ন মসজিদের ২৬জন ইমামকে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন ভূরুঙ্গামারী উপজেলা সমাজসেবা কর্মকতার্ জামাল হোসেন এবং উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার রুবেল সরকার। এসময় উপস্থিত ছিলেন বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রজেক্টের ইউনিয়ন ফেসিলিটেটর মজিবুর রহমানসহ পাইকেরছড়া ইউনিয়ন ফেসিলিটেটর আব্দুল্লাহ আল কাফি। জানা যায়, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশু সুরক্ষা বিষয়ে বেসরকারী প্রতিষ্ঠান সিডা- সুইডেন এর অর্থয়ানে এবং প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে একটি প্রকল্প বাস্তবায়ন করছে আরডিআরএস বাংলাদেশ।   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *