ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে ইভটিজিংয়ে বাঁধা দেয়ায় এক স্কুল ছাত্রীর চাচাকে পিটিয়ে জখম করেছে বখাটেরা।
জানাগেছে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের হানিফ আলীর বখাটে পুত্র শুভ মিয়া(১৮) একই গ্রামের এবং তিলাই উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘদিন থেকে অশালীণ আচরন সহ কু প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ঐ স্কুলছাত্রী তার অভিভাবককে জানালে গ্রাম্য শালিসে ভবিষ্যতে এমন আচরন করা হবে না মর্মে বখাটের পিতা হানিফ প্রতিশ্রুতি দেয়। শনিবার সকালে ঐ স্কুল ছাত্রী অটোযোগে বিদ্যালয়ে আসার পথে বখাটে শুভ এবং তার কয়েকজন সহযোগী রাস্তায় অটো আটক করে ইভটিজিংসহ তাকে জোর করে অপহরণের চেষ্ঠা চালায়। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হট্্রগোলের সৃষ্টি হয়। খবর পেয়ে তার চাচা আলমগীর হোসেন(৪০) মটর সাইকেল যোগে ঘটনাস্থলে এসে বখাটে শুভ সহ সহযোগীদের বাঁধা দিয়ে তাকে বিদ্যালয়ে পৌছে দেয়। পরে আলমগীর বাড়ি ফেরার পথে ধামেরহাট বাজারে পৌছলে ওৎপেতে থাকা বখাটে শুভ তার পিতার উপস্থিতিতে সহযোগীদের নিয়ে গতিরোধ করে সাইকেলের চেইন দিয়ে এলোপাথারী মারপীট করে রক্তাক্ত করে। আলমগীরের আর্ত চিৎকারে বাজারের লোকজন এগিয়ে আসলে বখাটেরা দ্রুত সটকে পরে। আহত আলমগীরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করায়। বিকালে আলমগীর বাদী হয়ে শুভ মিয়া সহ ৩ জনের নামে থানায় এজাহার দায়ের করে। অপরদিকে মেয়ের পিতা বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসে লিখিত অভিযোগ করেছেন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবিরের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন