ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভূরুঙ্গামারীতে এসডিজি বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মোঃ মাসুদ রানা। এসময় বক্তব্য রাখেন, উপ-পরিচালক ,কৃষি সম্প্রসারন কুড়িগ্রাম ডঃ মোস্তাফিজুর রহমান, ওসি ইমতিয়াজ কবির, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু সায়েম , ভাইস চেয়ারম্যান শাহানারা মীরা ও জালাল উদ্দিন মন্ডল প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী। প্রশিক্ষন কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , ইউপি চেয়ারম্যান, শিক্ষক,সাংবাদিক ও সুধিবৃন্দ অংশ নেয়।