ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলার বেলদহ গ্রামের .আব্দুল মজীদ (কাজী)র বাড়ীর উঠানে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে জেলা তথ্য অফিসার শাহজাহান আলী ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক শিশু ও নারী উন্নয়নে ইভটিজিং ও বাল্য বিবাহ রোধ এবং যৌতুক আদান-প্রদান, প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার এইচ এম শাহজাহান মিয়া,মোঃ রবিউল ইসলাম উপজেলা সমন্বয়কারী (আরডি আরএস,বাংলাদেশ),আব্দুল্লাহ আল কাফি, সোলায়মান আলী সরকার(সমাজ সেবক) প্রমুখ।
আলোচনা শেষে মনোজ্ঞ লোকসঙ্গীত পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *