ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি সংক্রান্ত দ্বন্দ্বে উভয় পক্ষের ১০ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহতদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার রাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাতআঙ্গারীয়া গ্রামের আঃ মজিদ ফকির পরিবার ও মৃত আঃ জব্বারের পরিবার পরস্পর আত্মীয়। উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বিরোধের জেরে রবিবার রাত সাড়ে ১০টার দিকে উভয় পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতরা হলেন আসাদুল হক আসাদ (৩৪), ইউসুফ রাজা (৩০), আব্দুল মজিদ (৫৫), আছিয়া বেগম (৫০), রেজিয়া বেগম (৬০), সাইজুদ্দিন (৪৫), খলিলুর রহমান সাধু (৪০), পূর্ণিমা বেগম (৩৬), শাহাতন (৬০) ও সানজিদা (২০)। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুত্বর। তাদেরকে রাতেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত আসাদুল হক ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ তাপস চন্দ্র পন্ডিতের নিকট জানতে চাইলে তিনি জানান, ঘটনাটি শুনেছি, তবে এখনও মামলা হয় নাই।