ভুরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নে ঘুন্টিঘর নামক স্থানে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে মটর সাইকেল আরোহীর ১ জনের মৃত্যু এবং ১ জন আহত হয়েছে । মঙ্গলবার(২৫ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায় কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের মটরসাইকেল যোগে বলদিয়া ইউনিয়নের মংলার কুটি (কাশিম বাজার) গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র কাঠ ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান ওরফে আকছেদ (৩৫) ও একই ইউনিয়নের দক্ষিন বলদিয়া (রাঙালীর কুটি) গ্রামের আবুল হোসেনের পুত্র মোঃ জিয়াউর রহমান (৩০) ভুরুঙ্গামারী থেকে একই মোটর সাইকেলে বাড়ি ফেরার সময় বঙ্গসোনাহাট ইউনিয়নে ঘুন্টিঘর নামক স্থানে সোনাহাট স্থল বন্দর থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪৯০৬২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কাঠ ব্যবসায়ী আসাদুজ্জামান ওরফে আকছেদ মারা যায়। গুরুতর আহত অবস্থায় অপর কাঠ ব্যবসায়ী জিয়াউর রহমানকে ভুরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওসি মুহাঃ আতিয়ার রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত সংক্রান্ত একটি মামলা দায়ের করার পর লাশের সুরত হাল শেষে পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ড্রাইভার পালিয়ে গেলেও ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়োছে।