কুড়িগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীন, বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে ইউ এন ডিপির কারিগরি সহায়তায় মাঠ পর্যায়ে বাস্তবায়নকারী সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫আগস্ট) উপজেলা প্রশাসনের সহায়তা অফিসারস্ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহন কর্মশালা।

কর্মশালাটি উদ্ভোবন করেন নাগেশ্বরী উপজেলার নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুম। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ইএসডিও নিরাপদ স্কুল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফারুক আহ্ম্মেদ, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের জেলা সম্বনয়কারী আবু বক্কর সিদ্দিক ও উপজেলা সমন্বয়কারী তাজমিনুল ইসলাম তরুন। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী ও কেদার, সন্তোষপুর, রায়গঞ্জ ও নুনখাওয়া ইউনিয়নের গ্রাম আদালত সহকারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *