ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হয়েছে। পবিত্র রমজান মাসের ৩০টি রোযা পূর্ণ হওয়ায় আজ মঙ্গলবার (০৩ মে) সারা দেশের ন্যায় ভূরুঙ্গামারীতেও পালিত হয় মুসলমানদের সবচাইতে আনন্দের এই ঈদ উৎসব। উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লার ঈদগা মাঠে ও মসজিদে সকাল নয়টা, সাড়ে নয়টা ও সকাল ১০ টায় পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়। প্রতি ঈদের জামায়াতে মুসল্লিদের ছিলো উপচে পড়া ভীড়।
করোনা মহামারীর কারণে দীর্ঘ দুই বছর যাবত নানা বিধি নিষেধে আবদ্ধ থাকায় জামাত হয়নি খোলা জায়গায়, লোক সমাগম করতে দেয়া হয়নি। অনেকটাই ভাটা পড়েছিল ঈদের আনন্দে। দীর্ঘসময় পর আবারও পুরনো চেহারায় ফিরেছে ঈদ উৎসব। প্রতিবারের মতো এবারের ঈদেও অধিকাংশ মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ করতে গ্রামে চলে আসেন। ঈদের নামাজ শেষে কুলাকুলিতে মেতে ওঠেন সবাই। এ যেন প্রাণের উৎসবে প্রাণের মেলা। নামাজ শেষে দেশ ও জাতীর কল্যান কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম জাহানের শান্তি কামনা করা হয়।