ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ ভূরুঙ্গামারীর জয়মনিরহাট রেলওয়ের পতিত জমিতে বসবাসরত ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করার প্রতিবাদে ভূমিদস্যু হিসাবে খ্যাত আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান। জানাগেছে উপজেলার জয়মনিরহাট রেলওয়ের পতিত জমিতে দীর্ঘ ৪০ বছর থেকে প্রায় ১০০০ টি ভূমিহীন পরিবার বসবাস করে আসছে। এদিকে উক্ত প্রভাষক আব্দুর রাজ্জাক রেলওয়ের জমি পতিত দেখিয়ে গোপনে লীজ নিয়ে কয়েকদফা দখলের চেষ্ঠা করে ব্যর্থ হয়ে অবশেষে গত মঙ্গলবার রেলওয়ে ও জেলা প্রশাসনের সহযোগীতায় ৪০ টি পরিবারকে উচ্ছেদ করে। উচ্ছেদকৃত পরিবারগুলো রাস্তায় রাত্রি যাপন করে পরের দিন ঐ ভূমিদস্যু প্রভাষক আব্দুর রাজ্জাকের শাস্তি দাবী করে জয়মনিরহাট ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কুড়িগ্রাম জেলা সভাপতি শাহ মোঃ আরিফুজ্জামান রনী,ইউপি চেয়ারম্যান প্রভাষক জালাল উদ্দিন ও ইউপি সদস্য হাফিজুর রহমান প্রমুখ। সমাবেশে প্রায় ৫শতাধিক ভূমিহীন পরিবার অংশ নেন। পরে উচ্ছেদকৃত ভূমিহীন পরিবারগুলোকে পুনর্বাসন ও আর্থিক সহায়তা প্রদান সহ ভূমিদস্যু আব্দুর রাজ্জাক কর্তৃক রেলওয়ের জমির অস্থায়ী লীজ বাতিল করতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *