স্টাফ রিপোর্টারঃ
ভূরুঙ্গামারীতে আর ই আর এম পি-২ প্রকল্পের ১০০ জন দুস্থ মহিলা শ্রমিক সঞ্চয়ের প্রায় ৭৪ লক্ষ টাকার চেক পেলেন। ৩০ সেপ্টেম্বর/২০১৮ রোববার উপজেলা পরিষদ হল রুমে এক আনন্দঘন পরিবেশে চেক বিতরণ করা হয়। উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান মোস্তাক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। বক্তব্য রাখেন স্থানীয় জাপা সভাপতি অধ্যক্ষ আব্দুল আজিজ, জাপা সেক্রেটারী ওয়াহেদুজ্জামান সরকার, নাগেশ^রীর উপজেলা সেক্রেটারী আনিছুর রহমান , অধ্যক্ষ বাবুল আখতার প্রমুখ। উল্লেখ্য, রুরাল ইমপ্লয়মেন্ট এন্ড রোড মেইন্টেনেন্স প্রোগ্রাম-২ এর আওতায় উপজেলার ১০টি ইউনিয়ন থেকে মোট ১০০ জন দুস্থ মহিলা নিয়োগ দেয়া হয়। প্রতিদিন ১৫০ টাকা হারে মজুরী নির্ধারিত থাকলেও প্রকল্পের নিয়মানুযায়ী এদের প্রত্যেককে ১০০ টাকা হারে মজুরী প্রদান করে বাকী ৫০ টাকা স্থানীয় ব্যাংকে জমা রাখা হয়। ৪ বছর পর এদের চাকুরীর মেয়াদ শেষ হওয়ায় এক যোগে প্রত্যেক মহিলাকে ৭৩ হাজার ৮৫০ টাকা করে মোট প্রায় ৭৪ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। চেক প্রাপ্ত বঙ্গসোনাহাটের সাবিহা বেগম , বলদিয়া ইউনিয়নের মিনা খাতুন জানান, একযোগে এটাকা পাওয়ায় তারা অত্যন্ত খুশী হয়েছে। এটাকা দিয়ে তারা গবাদি পশু পালন ও ক্ষুদ্র ব্যবসা করার পরিকল্পনা নিয়েছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *