ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত উপকমিটির শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা হলরুমে শপথ গ্রহন অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ কামাল হোসেন নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। কুড়িগ্রাম জেলা হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক,উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম দুলু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী খাদেমুল ইসলাম ও উপজেলা হোটেল ও রেস্তোরা মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শ্রমিক লীগ নেতা শাহ মোঃ আরিফুজ্জামান রনী।