ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে বিয়ের ১২ বছর পেরিয়ে গেলেও স্ত্রীর স্বীকৃতি না পেয়ে শ্বশুড় বাড়িতে অবস্থান করায় শ্বশুড়ের অভিযোগে এক গৃহহবধুকে আটক করে থানায় আনল পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে। জানাগেছে ঐ গ্রামের শহীদুল্লাহ মিয়ার পুত্র নাহিদুজ্জামান নবেল (৩২) এর সঙ্গে জালাল উদ্দিনের কন্যা মোছাঃ ফরিদা পারভীন (২৮) এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং উভয়ে ২০০৭ সালে এফিডেফিটের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঘর সংসার করে আসছিল। বিষয়টি কন্যা পক্ষ মেনে নিলেও ছেলে পক্ষ মেনে না নেয়ায় গৃহবধু ফরিদা গত ১০ সেপ্টেম্বর/২০১৮ ইং তারিখে নবেলের বাড়িতে উঠলে নবেল বাড়ি থেকে পালিয়ে যায়। এদিকে ১৮ দিন অবস্থান করার পর উক্ত শহীদুল্লাহ তার পুত্রবধু জাকিয়ার নামে ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করলে থানার এসআই ওসমানগণী তাকে গতকাল শুক্রবার সকালে আটক করে থানায় আনে। এ বিষয়ে এসআই ওসমানগণীর সঙ্গে কথা বললে তিনি জানান,শহীদুল্লাহর বাড়িতে অনধিকার প্রবেশ করার দায়ে আটক করা হয়েছে। অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, মেয়েকে তালাক দেয়ার পরেও শ্বশুড় বাড়িতে অবস্থান করায় ভবিষ্যতে যেকোন দুর্ঘটনা ঘটার হাত থেকে রক্ষা করতে তাকে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। তবে দুপক্ষের সমঝোতা না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের কোন সমঝোতা হয়নি। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *