ভোলাহাট(চঁাপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চঁাপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঐতিহ্যবাহি নির্দলীয় নিরপেক্ষ প্রতিষ্ঠান ‘আম ফাউন্ডেশন ভোলাহাট’র ১৩তম বার্ষিক সাধরণ সভা তাদের কার্যালয়ে শনিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। এলক্ষ্যে প্রতিবারের ন্যায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চঁাপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন, অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী শাহ্, সহসভাপতি আব্দুল খালেক, ইউপি চেয়ারম্যানগণ-আলহাজ্ব ইয়াজদানী জর্জ, আব্দুল কাদের, আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল ও মশফিকুর রহমান তারা। ভোলাহাট আম ফাউন্ডেশনের বিভিন্ন এলাকা প্রতিনিধিদের আনিত নানা প্রশ্নের উত্তর দেন, অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোজাম্মেল হক চুটু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মাহাতাব আলী, যুগ্ন সম্পাদক কামাল উদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতির ভোলাহাট জোনের এ.জি.এম রুহুল আমিন, জেলা সদস্য পিয়ারজাহান ও হোসনে আরা পাখি, উপজেলা কৃষি অফিসার শরিফুজ্জামান। বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন বক্তা ও অত্র প্রতিষ্ঠানের সার্বিক দাবীর জবাবে অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিগণ তাদের সুচিন্তিত মতামত এবং তাদের দাবীগুলি দ্রুত বাস্তবায়ন করা হবে বলে তাদের বক্তব্যে উল্লেখ করেন।
ছবিক্যাপশন- ভোলাহাট আম ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি চঁাপাইনবাবগঞ্জ-২ আসনের এম.পি আলহাজ্ব আমিনুল ইসলাম।