ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ‘৭১ রণাঙ্গণের বীরসৈনিক ও দীর্ঘদিন ধরে ভোলাহাট উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা পোষ্ট মাষ্টার পদে নিয়োজিত ছিলেন, উপজেলার ২নং গোহালবাড়ী ইউনিয়নের বৃহত্তর বজরাটেক (কালিতলা) গ্রামের মুক্তিযোদ্ধা আজিমুদ্দিন রোববার সকাল সোয়া ১০টায় তাঁর বাসভবনে দীর্গদিন ধরে অসুস্থ থাকার পর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ আত্মীয়-স্বজন, তাঁর মুক্তিযোদ্ধা সহকর্মী, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃতের নামাজে জানাজা বাদ মাগরিব বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার আগে বীরমুক্তিযোদ্ধা আজিমুদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শণ করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পি.এম. ইমরুল কায়েস, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, পুলিশের এস.আই ওসমান আলীসহ সঙ্গিয় ফোর্স, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরুল ইসলাম ও মনিরুল ইসলাম মন্টুসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।