ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
বাজার থেকে বাড়ী ফেরার পথে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা শিরট্রী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মেহেদী হাসান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁনপাড়া-নিশ্চিন্তা সড়কের শিরট্রী এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত ওই পরীক্ষার্থী হলেন- পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের খারিয়া পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেলে ওই ছাত্র বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বাহিরে বের হন। পরে চাঁনপাড়া বাজার থেকে বাড়ী ফেরার পথে শিরট্রী নামক এলাকায় নিজের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে দেন। সেখান থেকে চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানে চিকিৎসাধীণ অবস্থায় মৃত বরন করেন।