স্টাফ রিপোর্টার:
মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম, ময়মনসিংহের উদ্যোগে ৩০-০১-২০২৩ রবিবার বিকালে নগরীর একটি রেস্টুরেন্টে এ্যাকশন প্ল্যানিং মিটিং অনুষ্ঠিত হয়। মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম ময়মনসিংহের সভাপতি সুমন চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন আহমদ এর সঞ্চালনায় এমএএফ এর কার্যকরী কমিটির তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএএফ এর এ্যাকশন প্ল্যান মিটিংয়ে পূর্ববর্তী এজেন্ডাগুলোর অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা এবং আগামীদিনের কর্মসূচীসমূহ সবিস্তারে আলোচনা করা হয়।
মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম ময়মনসিংহের নেতৃবৃন্দ মিটিংয়ে সিদ্ধান্ত নেন রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতির অংশ হিসেবে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডিআই এর সিনিয়র পলিটিকাল ফেলো অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের সিদ্ধান্ত হয় এবং মিটিংয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এমএএফ কার্যকরী কমিটির সাথে সম্পৃক্ত আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ একসাথে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং এক মতবিনিময় সভায় মিলিত হন।
শুভেচ্ছা জ্ঞাপন ও মতবিনিময় পর্বে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডিআইএর সিনিয়র পলিটিকাল ফেলো অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এমএএফ এর এই ধরনের সম্প্রীতির উদ্যোগকে সাধুুবাদ জানান এবং তিনি বলেন, আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে তবে রাজনৈতিক পরমসহিষ্ণুতা, সহাবস্থান, সৌহার্দ্য ও সম্প্রীতির কোন বিকল্প নেই।
তিনি আরও বলেন, রাজনৈতিক সহিংসতার পথ পরিহার করে নিজ নিজ দলের রাজনৈতিক কর্মসূচী বাস্তবায়ন করবো তবে দেশ ও ময়মনসিংহের সমৃদ্ধির স্বার্থে উন্নয়নের ইস্যুগুলোতে আমরা ঐক্যবদ্ধ থাকবো।
মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম ময়মনসিংহের এ্যাকশন প্ল্যানিং মিটিং ও ডিআই সিনিয়র ফেলো জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন এমএএফ ময়মনসিংহের সহ-সভাপতি শহীদ আমিনী রুমি,রফিকুল ইসলাম রতন,যুগ্ম-সাধারণ সম্পাদক এড. জাহিদ হোসেন উৎপল, কোষাধ্যক্ষ শরীফ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক শাহীন,প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ্ আলমগীর জয়,দপ্তর সম্পাদক ফারিয়া তাসনীম তিথি, সম্মানিত সদস্য অধ্যাপক দিলরুবা সারমীন,আনোয়ারা খাতুন,তানজীন চৌধুরী লিলি, অধ্যাপক তাসলিমা বেগম লাভলী, ওয়াহিদুজ্জামান আরজু, নূরজাহান মিতু, নাসিমা আক্তার, মাহজাবীন জেবীন,স্মৃতি আক্তার প্রমুখ।
এ্যাকশন প্ল্যানিং মিটিং ও মতবিনিময় সভায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিউনাল ম্যানেজার নার্গিস আক্তার ও রিজিউনাল কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিকও উপস্থিত ছিলেন।
এমএএফ ময়মনসিংহের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নির্বাচনকালীন সময়েও এই রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকবে এবং সহিংসতা ও দ্বন্ধ- সংঘর্ষের সংস্কৃতি পরিহার করতে হবে।
![](https://asianbanglanews.com/wp-content/uploads/2023/01/320922995_925984288830407_7111715576685744261_n.jpg)