রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরীতে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রীর জন্য দেশে একটি মাত্র বিশ্ববিদ্যালয় আছে ঢাকায়। এতে প্রান্তিক জনপদের শিক্ষার্থীরা এই ডিগ্রী অর্জন থেকে বঞ্ছিত হচ্ছে। রংপুরসহ দেশের ৮ বিভাগে ৮ টি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে এই ডিগ্রী অর্জন সহজ হবে। এসময় তারা রংপুর পলিটেকনিকে শিক্ষক সংকট দুরকরা, লাইব্রেরীতে পর্যাপ্ত বই সরবরাহ ৬ দফা দাবি বাস্তবায়নেরও আহান জানান। একই দাবিতে মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেয় রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ।