নিজস্ব প্রতিনিধিঃ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী রাজশাহীতে ধারাবাহিক ইফতার বিতরণ ন্যায় আজও পাঁচ শতাধিক রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
প্রথম রোজা থেকে নগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে ও নগরীর বিভিন্ন পয়েন্টে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এসব ইফতার বিতরণ করা হয়।
সোমবার ইফতার বিতরণ করেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ রুহুল আমিন প্রমানিক, সহ-সভাপতি বদরুজ্জামান খায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য আশরাফ উদ্দিন খান, মোঃ ইসমাইল হোসেন, মোঃ মুশফিকুর রহমান হাসনাত, মুজিবুর রহমান, মাসুদ আহম্মেদ, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।