রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন থেকে নিখোঁজের প্রায় ১৮ ঘন্টা পরে মা ও দুই শিশু সন্তানের হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাণীশংকৈল উপজেলার কাশিডাঙ্গা এলাকার তীরনই নদী থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কাশিপুর এলাকার রহিম উদ্দিনের স্ত্রী নাসিমা (৪০), তার ছেলে শাওন (৮) ও সাফায়েত (৫)।

প্রত্যক্ষদশীদের সাথে কথা বলে জানা যায়, লাশ তিনটি মায়ের আচল দিয়ে হাঁত বাঁধা ছিল।অনেকে ধারণা করছেন এটি হত্যাকান্ড, আবার কেউ কেউ বলছেন পরিবারের সাথে অভিমান করে তাদের হাত বেধে নদীতে ঝাপ দিয়ে আত্মহ্ত্যা করেছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল মন্ডল বলেন, মঙ্গলবার সন্ধ্যায় নাসিমা স্বামীর সঙ্গে ঝগড়া করে সন্তানদের নিয়ে নিখোঁজ হন। আজ সকালে খবর আসে তীরনই নদীতে মা ও দুই সন্তানের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন