রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কচোল সীমান্তে
পুতুল দেখিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৮ সঙ্গবধ্য প্রতারক চক্রের সদস্য কে ৭এপ্রিল দিবাগত রাতে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে ওসি গুলফামুল ইসলাম বলেন, রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের
সিমান্তবর্তী কোচল এলাকার প্রতারক চক্র স্বর্নের মূর্তি দেখিয়ে প্রতারণা করে অনেক সহজ সরল মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। প্রতারণার
ধারা বাহিকতায় ৬ এপ্রিল সেতাবগঞ্জ থেকে নুর আলম ৩,৫০,০০০ টাকার প্রতারণার মামলা করেন। অভিযোগের প্রেক্ষিতে ৮এপ্রিল রাতে ৮জন
প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করে রাণীশংকৈল থানা পুলিশ।
একই ভাবে অন্য একটি অভিযোগে দিনাজপুর জেলার বিরল থানার উম্মে কুলসুমের নিকট ৩,৫০,০০০
টাকা হাতিয়ে নেয়।গ্রেপ্তার কৃতোড়া হলেনঃ(১)রুমা আক্তার (৩৫) (২)বর্না আক্তার (২৫)(৩)আমেনা বেওয়া(৭০) (৪)রুপালী(২৭)(৫)পারুল আক্তার (১৯) (৬)বিল্পব (২২)(৭)সুমন (২২) (৮)মারুফ(১৯) কে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন এইপ্রতারণার সাথে এরা জরিত আছে বলে স্বীকার করেন।