রানীশংকৈল(ঠাকুরগাঁও )সংবাদদাতা ঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে হল রুমে গত ৪ সেপ্টেম্বর হাসপাতালের সুষ্ঠ ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নে সভা অনূষ্ঠিত হয়।
সভায় হাসপাতালের সুষ্ঠ ব্যাবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নে কমিটির সভাপতি ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যন আইনুল হক, উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান,আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক,থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু মোঃ খায়রুল কবির, ভাইস চেয়াম্যান মাহফুজা বেগম, মেয়র আলমগীর সরকার,প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী,আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ ফিরোজ আলম,ইপিআই সামশুদ্দিন, স্যানেটারি ইন্সপেক্টর সারোয়ার হোসেন প্রমুখ।।