এ,কে,এম হাসানুজ্জামান – এশিয়ান বাংলা নিউজ
কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নুর বাবু নামের এক শিশুর মৃত্যু হয়েছে অপরদিকে আহত হয়েছে সোয়াত নামের আরেক শিশু। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মির্জাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুর বাবু (৯) উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মির্জাপাড়া গ্রামের আলমঙ্গীর হোসেনের ছেলে। সে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত শিশু সোয়াত হোসেন (৪) একই গ্রামের কামরুজ্জামানের ছেলে।
নিহতের চাচা ও আহত শিশুর বাবা কামরুজ্জামান জানান, সোমবার দিবাগত মধ্যরাতে ঝড়-বৃষ্টিতে গাছের ডাল পড়ে ছিড়ে যাওয়া বিদ্যুতের তার রাস্তায় পড়েছিল। মঙ্গলবার সকালে সাড়ে ১০টার দিকে ধান ক্ষেতের ছাগল তাড়াতে যাচ্ছিল শিশু নুর বাবু ও সোয়াত হোসেন। এ সময় রাস্তা থেকে পড়ে থাকা বিদ্যুতের তার হাত দিয়ে সরাতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় নুর বাবু। তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয় শিশু সোয়াত। পরে সোয়াতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে তার অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় ওই আহত শিশুকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার বলেন, গতরাতে ঝড়-বৃষ্টিতে গাছের ডাল পড়ে ছিড়ে যাওয়া তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নুর বাবু নামের এক শিশু নিহত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ ঘটনায় একটি ইউডি মামলা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *