শফিউল আলম,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান বঙ্গবাসীর নামে চাকুরী দেয়ার নাম করে টাকা নিয়ে মোছাঃ জোসনা নামের এক মহিলার সাথে প্রতারনার লিখিত অভিযোগ পাওয়া গেছে।
রৌমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বরাবর মোছাঃ জোসনা বেগম নামের এক মহিলা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে রোববার প্রতারনার অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান বঙ্গবাসী উপজেলা পরিষদে অফিস সহায়ক পদে চাকুরী দেয়ার নাম প্রতিশ্র“তি দিয়ে মোছাঃ জোসনা বেগম নামের এক মহিলার নিকট থেকে ৫ লাখ টাকা নেয়। চেয়ারম্যানের পরামর্শ মোতাবেন ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে অফিস সহায়কের কাজ করতে থাকে। অফিস সার্ভিসের কাজে থাকা অবস্থায় উপজেলা চেয়ারম্যান মোছাঃ জোসনা বেগমের সাথে আপত্তিকর ব্যবহার ও অনৈতিক কাজের প্রস্তাব দিতে থাকে। এ অবস্থায় জোসনা বেগম অফিস যাওয়া বন্ধ করে দিলে উপজেলা চেয়ারম্যান বলেন আইনি জটিলতায় তার চাকুরী দেয়া সম্ভব হচ্ছে না মর্মে জানান এবং তার স্বামীকে বাড়ীর নিরাপত্তা প্রহরী পদে চাকুরী দেয়ার আশ্বাস দিতে থাকেন।
এরই প্রেক্ষিতে জোসনা বেগম উপজেলার চেয়ারম্যানের প্রতারনার বিচার চেয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা প্রেস ক্লাব বরাবর লিখিত অভিযোগ পত্র দাখিল করেন। এঘটনায় রৌমারী উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা গেছে গত ১৩ অক্টোবর রৌমারী উপজেলার মাসিক সমন্বয় মিটিং চলাকালীন অবস্থায় অভিযোগকারী জোসনা বেগম উপস্থিত হয়ে সকলের সামনে মৌখিক ভাবে অভিযোগ করেন।
রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান বঙ্গবাসী বলেন, আমার বিরুদ্ধে করা টাকা নেয়ার অভিযোগ সম্পুর্ন মিথ্যা এবং বানোয়াট। ঐ মহিলার স্বামী চাকুরীর জন্য আমার নিকট দীর্ঘদিন ঘুরাঘুড়ির পর আমি ঐ মহিলার স্বামীকে উপজেলা পরিষদের বাসার নাইট গার্ডের চাকুরীর জন্য সুপারিশ পাঠিয়েছি। ষড়যন্ত্রমূলক ভাবে আমাকে হেনস্থা করার জন্য একটি মহল জোসনা বেগমকে দিয়ে অভিযোগ দায়ের করিয়েছে।
এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মোঃ জাকির হোসেন জানান, উপজেলা মাসিক সমন্বয় মিটিংয়ে মৌখিক অভিযোগের পর জোসনা নামের এক মহিলা আমার নিকট লিখিত অভিযোগ করেছে। যদি প্রকুত পক্ষে ঐ মহিলার ওপর অন্যায় করা হয়ে থাকে তাহলে তার বিচার হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন