এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় হাফিজিয়া মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে ৭১তম জন্মদিন পালন করলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
গত রবিবার (১৯ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে উপজেলার বড়খাতার নিজ বাসভবনে দোয়া ও কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন করেন।
বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের এমপি। এছাড়া তিনি লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি।
এ সময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সহ-দপ্তর সম্পাদক মিলন সরকার, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রশিদা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান, জেলা পরিষদ সদস্য মর্জিনা প্রমূখ।
এদিকে উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী, পরিবারের সকল সদস্য ও সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।