এস, কে সাহেদ, লালমনিরহাট প্রতিনিধিঃ
‘সমবায়ে গড়ছি দেশ – স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে লালমনিরহাটে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তন থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড মতিয়ার রহমান, সাবেক এমপি (সংরক্ষিত আসন) এ্যাড. সফুরা বেগম রুমী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক প্রমূখ। অতিরিক্ত জেলা প্রশাসক নুরে তাসনিম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, জেলা সমবায় কর্মকর্তা ফরিদ উদ্দিন সরকার, সমবায়ী রুহুল আমীন। পরে শ্রেষ্ট সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।