বিশেষ প্রতিবেদকঃ
কুড়িগ্রাম উলিপুর সড়কের চুনিয়ার পাড় নামক স্থানে পিক-আপ ভ্যানের ধাক্কায় রৌমারী প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, গতকাল রবিবার সকাল ১১ টার দিকে জেলার রৌমারী প্রেসক্লাবের সভাপতি আবদুর রাজ্জাক রাজু স্ত্রী ও ২ সন্তানসহ মোটরসাইকেল যোগে রংপুর থেকে বাড়ি ফেরার পথে উলিপুর-চিলমারী সড়কের চুনিয়ার পাড় নামক স্থানে পৌঁছিলে পিছন দিক থেকে আসা গরু বোঝাই একটি পিক-আপ ভ্যান তার মোটর সাইকেলটিকে স্বজোরে ধাক্কা দেয়। এ সময় সে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গেলে পিক-আপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার স্ত্রী ও মেয়েকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। রাজু ১০ বছর ধরে রৌমারী পেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয় সাংবাদিকরা তার লাশ রৌমরীতে নিয়ে যায়। সাংবাদিক রাজুর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু , এশিয়ান বাংলা নি উজ ডট কম এর সম্পাদক ও প্রকাশক মনজুরুল ইসলাম ও ভুরুঙ্গামারীতে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।