কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে চিলমারী সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক(অবসরপ্রাপ্ত) ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম আহম্মেদ(৬২)রাববার দুপুরে হৃদরাগ আক্রান্ত হয়ে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহী—–রাজিউন)।মত্যু কালে তার বয়স হয়েছিল ৬২বছর। তিনি স্ত্রী,১ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।তার মত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম,গােলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাে.জাকির হােসেন, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মমিনুল ইসলাম বাবু সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শােক প্রকাশ ও শােক সমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন