মোঃ আশতাব হোসেন
শহর গ্রাম বন্দর নগর
একই মিছিল হবে
বিয়োগ ব্যথার অমর গীতি
সবার মুখে রবে।
যেখানটিতে স্মৃতিমিনার
থামবে সেথা মিছিল
শোক প্রলেপে ফুল বন্যায়
স্মৃতি হবে রঙ্গীন।
শহীদ স্বজন তাকিয়ে রবে
কষ্ট খানিক ভুলে যাবে
বাংলা ভাষা শুনে
নির্বাক স্মৃতিচারণ
করবে মনে মনে!