মুর্শিদ আলম মুরাদ, আদিতমারী,লালমনিরহাট প্রতিনিধিঃ
আজ ৩রা নভেম্বর, জেল হত্যা দিবস, বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক দিন।তারই ধারাবাহিকতায় লালমনিরহাটের আদিতমারীতে, আওয়ামীলীগের দলিও কার্যালয়ের সামনে নানা কর্মসূচির মধ্য দিয়ে,আদিতমারী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়। জাতীয় চার নেতার প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে দিবসটি পালন করা হয়।দিবসটি উপলক্ষে বৃহসপ্রতিবার সকালে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন,আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জনাব মোঃ আব্দুর রশিদ,কমলাবড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদ প্রার্থী জনাব, মাহমুদ ওমর চিশতী ভেলাবাড়ি ইউনিয়ের সাবেক সহ সভাপতি ইন্জিনিয়ার জনাব মোঃ আবু তালেব,আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য জনাব মোঃ সাইদুল হক,আদিতমারী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ নবী হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক আহব্বায়ক জনাব গোলাম সারোয়ার সুজন,উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব মোঃ কামাল সরকার সহ বিভিন্ন নেতা কর্মিরা। আলোচনা সভায় নেতারা তাদের বক্তব্যয় বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জাতিকে পুরোপুরি নেতৃত্বশূন্য করতে ১৯৭৫ এর ৩রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা বঙ্গবন্ধুর আজীবন রাজনৈতিক সহচর, বঙ্গবন্ধুর অবর্তমানে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলে সেই জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইছ এম কামরুজ্জামানকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন জঘন্য, নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল।এবং তাদের আত্বার মাগফেরাত কামনা করেন।