মোঃ নাজমুল হুদা মানিক , ময়মনসিংহ:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আ”লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তৃণমূলের সমর্থনপুষ্ট, ত্যাগী নেতৃত্ব ক্লিন ইমেজ এর অধিকারী সাবেক সংসদ সদস্য আব্দুছ ছাত্তার’কে সভাপতি এবং মোঃ ছফির উদ্দীন’কে সাধারণ সম্পাদক নির্বাচন করে ১৭ সদস্যের ঈশ্বরগঞ্জ উপজেলা আ’লীগের কমিটি গঠন করে। কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতিঃ হাজী রফিকুল ইসলাম বুলবুল, জয়নাল আবেদীন, ভিপি রফিকুল ইসলাম, এড. হাবিবুর রহমান ও ড.উৎপল কুমার সরকার। যুগ্ম সাধারণ সম্পাদকঃ মাহমুদুল হাসান সুমন, হারুন অর রশিদ ও আবু বক্কর সিদ্দিক দুলাল ভূঁইয়া। সাংগঠনিক সম্পাদকঃ মোঃ আব্দুল জলিল, এড. এমদাদ হোসেন ও মাসুদ হাসান তূর্ণ। দপ্তর সম্পাদকঃ শাফায়েত হোসেন ভূঁইয়া।সহ-দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ রুহুল আমিন রাহুল। প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ পলাশ গুণ এবং সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ মোঃ আনোয়ারুল ইসলাম (আনোয়ার)। সুদীর্ঘ ১৯ বছর পর বৃহস্পতিবার ২২ জুলাই (২০২২) বিকাল ৩ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা আ’লীগের আয়োজনে জেলা আ’লীগের সভাপতি এড. জহিরুল হক খোকা’র সভাপতিত্বে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় নেত্রীবর্গের মধ্যে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল এড.অসীম কুমার উকিল, মারুফা আক্তার পপি,রেমন্ড আরেং।ময়মনসিংহ জেলা কমিটির নেতৃবৃন্দ ঈশ্বরগঞ্জ উপজেলা আ’লীগে কর্মীদের অবদান তুলে ধরে বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ বলেন ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নাই।আওয়ামী লীগ ঐকবদ্ধ থাকলে অন্যকারোর দরকার নাই। তাই দলকে আরও সুসংঘটিত ও সুসঙ্ঘবদ্ধ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব,এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন মোহিত উর রহমান শান্ত,আমিনুল হক শামীমসহ জেলা উপজেলা পর্যায়ের আওয়ামী নেতৃবৃন্দ। ফলাফল হাতে পাওয়ার পর ঈশ্বরগঞ্জ উপজেলা আ’লীগের তৃণমূলের নেতা কর্মীরা বিপুল আনন্দ উল্লাস করে স্লোগান দিতে শোনা যায় তাঁরা আব্দুছ ছাত্তারকে সভাপতির এবং মোঃ ছফির উদ্দীনকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করায় জেলা আ’লীগ ও কেন্দ্রীয় নেত্রীবর্গকে ধন্যবাদ জ্ঞাপন করেন। নবনির্বাচিত ঈশ্বরগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি আব্দুছ ছাত্তার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন একই সাথে ঈশ্বরগঞ্জ উপজেলা আ’লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ধন্যবাদ জ্ঞাপন এর পাশাপাশি দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *