কুড়িগ্রাম প্রতিনিধি
গত ২৬ জানুয়ারি ২০২৪ উলিপুরের প্রবাসী আব্দুল আজিজ এর বাড়ি থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ চোর চক্রের ৫ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে উলিপুর থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলার উলিপুর থানাধীন খাওনারদরগা গ্রামের প্রবাসী আব্দুল আজিজ এর বাড়ি থেকে গত ২৬ জানুয়ারি ২০২৪ তারিখ রাত্রে টিউবওয়েল ও লোহার গ্রিল চুরি হয়ে যায়। এই বিষয়ে ভিকটিম বাদী হয়ে উলিপুর থানায় মামলা দায়ের করলে তাৎক্ষণিকভাবে উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম চোর চক্রের সদস্যদের গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যহত রাখে এবং মামলা রুজুর ৩ ঘন্টার মধ্যে বিভিন্ন ভাবে অনুসন্ধান চালিয়ে চোরাই মালামাল উদ্ধার এবং এই চুরির সাথে জড়িত তবকপুর মন্ডলপাড়ার মোঃ আব্দুল রহিম (৫৫), খাওয়ার দরগা (জোনাইডাঙ্গা) গ্রামের মোঃ বিপ্লব মিয়া (২৫), মোঃ ইউনুছ আলী (২৫), মোঃ সামিউল ইসলাম (২৯) এবং মোঃ মাসুদ রানা (৩২) দের গ্রেফতার করতে সক্ষম হয় উলিপুর থানা পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীরা উলিপুর থানা এলাকার সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। এদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা, বিষয়টি আমরা গুরত্বের সাথে দেখছি। কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।