কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের উলিপুরের ধামশ্রেনী ইউনিয়নের দক্ষিণ বিঞ্চুবল্লভ পানাতিপাড়া এলাকায় শুক্রবার দিবাগত মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহ্ আলমের বাড়ি থেকে একটি মোটরসাইকেল ও ১৭৫০পিচ ইয়াবাসহ এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা যায়,শুক্রবার দিবাগত মধ্যরাতে ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসরিন বেগম(২৮)কে ৫০ পিস ইয়াবা ও ফুলবাবু(২৫) এবং শহিদুল ইসলাম(৪০)কে ১৭শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এসময় মাদক ব্যবসায়ী ফুলবাবুর ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করে পুলিশ।এসময় অজ্ঞাত নামীয় ২জন আসামী টিনের ঘরের বেড়া ভেঙ্গে পালিয়ে যায়।আটককৃতরা হলেন-উপজেলার ধামশ্রেণী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শাহ্ আলমের স্ত্রী নাসরিন বেগম,ওই ইউনিয়নের বিষ্ণুবল্লভ গ্রামের জেয়াদুল ইসলামের পূত্র মোঃ ফুলবাবু ও বাগচির খামার গ্রামের মোফাজ্জল হকের পূত্র শহিদুল ইসলাম এব্যাপারে শনিবার(০৫ অক্টোবর) থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন জানান,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।