মারুফ সরকার,স্টাফ রিপোর্টার :
বর্তমান ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আশরাফ সুপ্ত । একের পর এক নাটকে কাজ করে যাচ্ছেন তিনি । সবার মন জয় করে কাজ করে যাচ্ছেন । এখন ব্যস্ত সময় পার করছেন বস্তির রাজা নাটক নিয়ে । নাটকটি পরিচালনা করছেন আবুল হোসেন মাহমুদ ।ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং চলছে ।
নাটকটি নিয়ে আশরাফ সুপ্ত বলেন, নাটকটির কাহিনী খুব ভালো লাগার মত । একটি বস্তির সব কিছু আমি করি । মূলত এমন ঘটনা নিয়ে তৈরী হচ্ছে নাটকটি । আশা করি আপনাদের ভালো লাগবে । আপনাদের ভালো লাগলে আমাদের কাজের আগ্রহ বাড়বে ।দর্শকরা হলো আমাদের সবকিছু ।
নাটকটির পরিচালক আবুল হোসেন মাহমুদ বলেন, গল্পটি সবার খুব ভালো লাগবে । আপনারা কেউ নিরাশ হবেন না আশা করি । আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই নাটকটি দেখবেন । আপনারা যত বেশী নাটক দেখবেন আমাদের তত বেশী কাজের আগ্রহ বাড়বে ।নাটকটি যে কোনো বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায় । আশরাফ সুপ্ত বর্তমান সবার কাছে খুব জনপ্রিয় ।সকল নাটকে তিনি কাজ করে যাচ্ছেন । তার বিভিন্ন নাটকের মধ্যে রয়েছে তুফান ঘটক,পাশের বাসার ভাবি, ঘুম পাড়ানো বউ,ভাবীর হাতের রান্না প্রমুখ ।