স, কে সাহেদ, লালমনিরহাট প্রতিনিধিঃ
‘নাটক জীবন নয় ; কিন্তু, জীবনটা নাটকের মতো’ স্লোগানে লালমনিরহাট জেলা পরিষদ হল রুমে গত শুক্রবার সন্ধ্যায় ‘ নবাব সিরাজউদ্দৌলা ‘ নামে মনোজ্ঞ এক নাটক মঞ্চস্থ হয়েছে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা কে নিয়ে রচিত ঐতিহাসিক এ নাটকটি মঞ্চায়ন করে বর্নমালা থিয়েটার। নাটকটির নির্দেশনায় ছিলেন, মতিয়ার রহমান। বর্নমালা থিয়েটারের একদল তরুন নাটকে বিভিন্ন চরিত্র রুপায়ন করেন।
এ সময় দর্শক সারিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, মো রফিকুল ইসলাম, পৌর মেয়র মো রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সূজন, কবি ও সমাজসেবী ফেরদৌসী বেগম বিউটি প্রমূখ।
পরে অভিনয় শিল্পী ও কুশলীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।
জেলার সাংস্কৃতিক অঙ্গনের দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে এ নাটকটির সফল মঞ্চায়নে দর্শক ও সংস্কৃতিজনদের প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *