ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
আগামী ১ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের সিলেট আগমন উপলক্ষ্যে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি চলছে। কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: দুরুদ আলী ও সাধারণ সম্পাদক মো: রফিকুল আলম জানান- জাপা চেয়ারম্যানের সিলেট আগমনকে সফল করার লক্ষ্যে জাতীয় পার্টি কমলগঞ্জ উপজেলা কমিটি ও উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সভা, সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষ্যে কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি, কৃষক পার্টি ও মহিলা পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।