ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
এলাকার উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান। ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ ও প্রশাসন আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ আহ্বান জানান। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। অন্যান্যদের মধ্যে ব্ক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, ওসি রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শামী আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল আরএমও ডাঃ রাজু আহমেদ প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ। প্রধান অতিথির বক্তেব্যে মোস্তাফিজুর রহমান এমপি বলেন, সীমান্ত ঘেষা ভূরুঙ্গামারী উপজেলার সমস্যা অনেক। সকল সমস্যা একযোগে সমাধান করা সম্ভব নয়। তিনি ইউপি চেয়ারম্যানদের নিজ নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তর প্রধানের সাথে যোগাযোগের মাধ্যমে অগ্রাধিকার তালিকা প্রণয়ন করার পরামর্শ দেন। এলাকার উন্নয়নে সকল অফিসার, জনপ্রতিনিধি, সুধি ও সাংবাদিকমহলের একযোগে কাজ করার আহ্বান জানান। এর আগে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *