কবি – দুর্গা শংকর বন্দ্যোপাধ্যায়
ওগো অষ্টাদশী, হে উর্বশী এই ফাগুন বিকালে
হাওয়া এলোচুল করে ওলটপালট বেআক্কেলে,
দুষ্টু হাওয়া জানিস কেমন করে ওড়াবি আঁচল,
উড়িয়ে আঁচল করবি পাগল নারী হবে বিহ্বল।
তুই কি চাস হাওয়া দেখবি ওই রূপ বহ্নিশিখা
আঁকবি নাকি রূপ অপরূপ নারীর বিভাজিকা।
ও নিলাজ হাওয়া উড়িয়ে আঁচল প্রেম জাগালি
উঁকি মারিস শাড়ির ভাঁজে কেন হোস ব্যাকুলি,
তোর দুস্টু খেলায় এক লহমায় ভরলো সাগর
ও হাওয়া কেমন করে পেলি নারী মনের খবর।
হিমগিরির শৈলচুড়ায় প্রেমের তুই পরশ পেলি
নারী হৃদয়ে কেন প্রেমিক হাওয়া মাতিয়ে দিলি,
প্রেম এলো হঠাৎ বুকের মাঝে খুললো আঁচল,
ঝুম বৃষ্টি আহ্ ভিজলো শরীর অঙ্গ হল শীতল।
তুই কী হলি দুষ্টু হাওয়া নাগর নারীর মনোহরা
মন চাই বুনো হাওয়া করুক এমন পাগলপারা।