কবি -মোঃ আমির হোসেন 

এক সাগর রক্তের বিনিময়, 

এসেছিলো স্বাধীনতা

তাই তো একটি রাষ্ট্র পেয়েছি

পেয়েছি পতাকা।

এসেছে বিজয়, পেয়েছি পতাকা 

পেয়েছি সম্মান কত

মাথা উঁচু করে দাড়াতে শিখেছি 

 ভুলে গিয়েছি দুঃখ ছিল যত।

বুকের তাজা রক্ত ঢেলে 

এনেছিল স্বাধীনতা

আজকে তাহা ধুলায় লুটায়

নেই কারো মাথা ব্যাথা।

ঘুষখোর আর দুর্নীতি বাজ

সমাজের রন্ধ্রে রন্ধ্রে 

অসহায় মানুষ দিশাহারা হয়ে

নিরবে নিবৃত্তে কান্দে। 

বিচারের বাণী নিরবে কান্দে 

সত্য পড়ে থাকে চাপা

সর্বত্র চলে শক্তির দাপট 

যেখানে সেখানে শকুনের নগ্ন থাবা।

এখনো নারী ধর্ষিত হয়

হয় নাগরিক অধিকার খর্ব

কেমন স্বাধীনতা পেলাম আমরা 

কোথায় আমাদের সেই গর্ব।

কত মা তার সন্তান হারিয়েছে

কত বোন হারিয়েছে তার স্বামী 

কত নারী তার ইজ্জত হারিয়ে 

সকল কিছু ফেরত চাই আমি।

যে স্বাধীনতা অর্জিত হয়েছিল 

পারিনি তা রক্ষা করতে

শেয়াল শকুনেরা কেড়ে নিয়েছে 

জনগন পড়েছে গর্তে।

অসাধু লোক আজ সমাজপতি

জগনের বাড়ে কষ্ট 

দিন দিন হচ্ছে সামাজিক অবক্ষয় 

নতুন প্রজম্ম হচ্ছে পথভ্রষ্ট।

নেশার করাল গ্রাসে

যুব সমাজ আজ নিমজ্জিত 

কি হবে অনাগত ভবিষ্যত

কারা করে এ-সব ব্যবসা কার্য।

যে অধিকার পেতে

কত বীর সেনানি 

দিয়েছে তাজা প্রাণ

সেই অধিকার আমরা 

আজো পাইনি এই হলো 

স্বাধীনতার অবদান।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *