লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ ও জনসচেতনতা বিষয়ক র‍্যালি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

বৃহস্পতিবার (৯মে) বেলা সাড়ে ১১টায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় শহরের মিশনমোড় থেকে ওই র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে।
র‍্যালিতে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, দুর্নীতি দমন কমিশনের কুড়িগ্রাম সমন্বিত জেলার উপ পরিচালক সিরাজুল হক, সহকারী পরিচালক খালিদ মাহমুদ, উপ সহকারী পরিচালক মনিরুল ইসলামসহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক , বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারন জনগন অংশগ্রহন করেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, পৃথিবীর সব দেশেই কম-বেশি দুনীতি রয়েছে। লোভ ও অতিরিক্ত ভোগের আকাঙ্ক্ষা থেকেই দুর্নীতির উৎপত্তি হয়ে থাকে।ব্যক্তিগত লাভের জন্য সরকারি দায়িত্ব পালনের বিধিবিধান ও কর্তব্য থেকে বিচ্যুত হয়ে কাউকে কোনো সুবিধা দেয়ার নামই দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বদ্ধি এবং সমাজের প্রতিটি স্তরে শুদ্ধতা, নৈতিকতা, সত্যবাদিতা এবং সততা প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই এই দুর্নীতি প্রতিরোধ ও জনসচেতনতা বিষয়ক র‍্যালির মূল উদ্দেশ্য।

এস, কে সাহেদ, লালমনিরহাট প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *