নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
নাগেশ্বরীর কচাকাটায় দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলার পূর্ব দুধকুমর পাড় ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার বিকেলে কচাকাটা কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও করার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। পরে তারা একটি বর্ণাঢ্য র্যালী কচাকাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কচাকাটা কলেজ মাঠে ফিরে এসে সম্মেলিত ভাবে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটেন কুড়িগ্রাম-১ আসনের সাংসদ আছলাম হোসেন সওদাগর। কেক কাটা শেষে কেদার ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল শাহিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুড়িগ্রাম -১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর। এমময় উপস্থিত ছিলেন- কেদার ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান,বল্লভের খাস ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এসএম আব্দুর রাজ্জাক,বল্লভেরখাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল সরকার,বাংলাদেশ আওয়ামীলীগ কেদার ইউনিয়ন শাখার সভাপতি শ্রী অখেন চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ কেদার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম প্রমূখ।