নতুন উদ্দীপনা ও উৎসাহ নিয়ে বাংলাদেশ জাতীয়পাটির অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র সমাজ কচাকাটা কলেজ শাখার সার্বিক তত্বাবধায়নে কচাকাটা সাংগাঠনিক থানার কলেজ ও ইউনিয়ন শাখার নেতা/কর্মীর মাঝে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ০৩.১২.২০১৭ ইং কুড়িগ্রামের নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় কচাকাটা কলেজ হলরুমে এ মত বিনমিয় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পাটির কেদার ইউপি শাখার আহ্বায়ক মোঃ আব্দুল আজিজ(বাচ্চু কমান্ডার) এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-জনাব এ,কে,এম মোস্তাফিজুর রহমান,মাননীয় সাংসদ ২৫,কুড়িগ্রাম-১ ও আহ্বায়ক জেলা জাতীয় পার্টি কুড়িগ্রাম।এসময় আরো বক্তব্য রাখেন-জনাব মোঃ আব্দুর রহমান মিয়া,মেয়র,নাগেশ্বরী পৌরসভা ও আহ্বায়ক জাতীয় পার্টি নাগেশ্বরী উপজেলা শাখা,জনাব প্রভাষক আ,প,ম আনিছুর রহমান ,সদস্য সচিব,জাতীয় পার্টি নাগেশ্বরী উপজেলা শাখা,জনাব আ,খ,ম ওয়াজিদুল কবির রাশেদ,সাবেক চেয়ারম্যান কেদার ইউপিও আহ্বায়ক কচাকাটা উপজেলা বাস্তবায়ন কমিটি,জনাব আলহাজ্ব শামছুল আলম,আহ্বায়ক,জাতীয় পার্টি,কচাকাটা ইউপি,জনাব প্রভাষক মোঃ আজাদ হোসেন,সদস্য সচিব,কেদার ইউপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-জনাব মোঃ হাফিজুল মন্ডল,অধ্যক্ষ,কেদার মহিলা কলেজ,জনাব মোঃ আব্দুল আউয়াল,চেয়ারম্যান,কচাকাটা ইউপি,জনাব মোঃ আকমল হোসেন,চেয়ারম্যান,বল্লভেরখাস ইউপি,জনাব মোঃ আমজাদ হোসেন,চেয়ারম্যান,বামনডাঙ্গা ইউপি,জনাব মোঃ আজিজার রহমান,সাবেক চেয়ারম্যান কেদার ইউপি,মোঃ আব্দুস সফিক সরকার,প্রধান শিক্ষক,সুবলপাড় উচ্চ বিদ্যালয় ও মোঃ আনিসুর রহমান অধ্যক্ষ,শিশু নিকেতন কচাকাটা বাজার প্রমূখ।